আবুল কাশেম অফিক
সিলেট প্রতিনিধি>
সিলেটে করোনা আক্রান্ত রোগী ও লাশ পরিবহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি, আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এ সার্ভিস চালুর মূল উদ্যোক্তা।
দিলওয়ার হোসাইন জানান, সিলেটের করোনা আক্রান্ত রোগী, লাশ পাশাপাশি করোনার সন্দেহভাজনদের জন্যও ফ্রি এম্বুলেন্স এ সার্ভিস। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তার জন্য চালককে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট) সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।
পর্যায়ক্রমে প্রতিবার রোগী পরিবহনের পর অ্যাম্বুলেন্সকে জীবানুমুক্ত করা হবে। হটলাইন নম্বরে যোগাযোগ করে যে কেউ অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে পারবেন বলে জানান তিনি।
অ্যাম্বুলেন্স প্রাপ্তির হটলাইন নম্বর দু’টি হল -০১৭২৮-৭৮০২২২, ০১৭১২৩২৪০৮১।
-এএ