আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে এসএ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে শিবচরে পদ্মা সেতু পৃথক লেন বিশিষ্ট ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়েতে এসএ-৩ সেনা ক্যাম্প সংলগ্ন ২নং ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বরিশালের আগৈলঝড়ার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে রবিউল ইসলামের (৩৪) পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পাঁচ্চর রয়েল হসপিটাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ-ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে উল্টো লেন ব্যবহার করে একটি মাইক্রোবাস ঢুকে পড়ে। মাইক্রোবাসটি এসএ-৩ সেনা ক্যাম্প সংলগ্ন ২নং ব্রিজের উপর আসলে ঢাকাগামী এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংসর্ঘ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৫ যাত্রীই গুরুতর আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পদ্মাসেতুর কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনীসহ, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. ওহিদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শ্যামল বিশ্বাস, ট্রাফিক পুলিশসহ স্থানীয়রা।
পরে আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় ২ যাত্রী মারা যায়। গুরুতর আহত মাইক্রোবাস চালক সাগরের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
-এএ