আওয়ার ইসলাম: যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর মহিউসসুন্নাহ দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার সময় মাদরাসার মাঠে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আদর্শ ও নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়তে মাদরাসা শিক্ষা যুগান্তকারী ভূমিকা পালন করছে। সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার সমাবেশে আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার জনবল, বেতন স্কেল উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি, জাতীয় পর্যায়ে সমমানের মর্যাদা প্রদানসহ বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি প্রদান করেছে। তাই ধর্মীয় শিক্ষার বিস্তার ও উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ: মালেক মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মঞ্জুর রশিদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি জামির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা ইউনুস শেখ।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আগত আওয়ামী লীগের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
-এটি