শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


এবার বন্ধ হচ্ছে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিণ জম্মু-কাশ্মীর রাজ্যের ওপর থেকে বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা তুলে নেয়ার পর থেকেই ওই রাজ্যে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ফলে এবার বন্ধ হচ্ছে কাশ্মীরি গ্রাহকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-ও।

স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী, ১২০ দিন ধরে ওই সোশ্যাল মিডিয়ায় কারও অ্যাকাউন্টে কোনো বার্তা আদানপ্রদান না হলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সেই রীতি অনুযায়ীই এবার বন্ধ হচ্ছে কাশ্মীরিদের এই সামাজিক মাধ্যমটি।

এ নিয়ে বৃহস্পতিবার অনেকে টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া ‘স্ক্রিনশট’পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বেরিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কে দেহরাদূন প্রবাসী কাশ্মীরি পড়ুয়া সুহেল লাইসার বলেন, ‘দেখলাম কাশ্মীর নিয়ে খবর ও ছবি শেয়ার হয় এমন এক গ্রুপ থেকে অনেক কাশ্মীরি বেরিয়ে গেলেন।’

ব্রিটেনপ্রবাসী কাশ্মীরি চিকিৎসক মুদাসির ফিরদোসি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম কাশ্মীরে ইন্টারনেট চালু হয়েছে। গ্রাহকেরাই গ্রুপ ছাড়ছেন। পরে বুঝলাম বিষয়টি তা নয়।’

এ নিয়ে টুইট করে হোয়াটসঅ্যাপকে ট্যাগ করেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতা শেহলা রশিদ।

আর হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুকের মুখপাত্র মানছেন, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ও তথ্য মজুত রাখার উপরে নিয়ন্ত্রণ রাখতেই তাদের এই পদক্ষেপ।

আর অনেকেই এটা স্বীকার করেন যে, কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের কারণে সেখানকার বাসিন্দাদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে‌। কিন্তু নেট না থাকার কারণে তারা সেটা জানতেও পারছেন না।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ