সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

কুরআনের প্রাচীন সংগ্রহশালা হিসেবে সমৃদ্ধ 'নূরুল কুরআন পর্বত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

আজব পর্বত নূরুল কুরআন পাকিস্তানের কোয়েটায় অবস্থিত। এই পর্বতে রয়েছে আরও আজব এক গুহা। ৯ লাখেরও বেশি কুরআনে কারীমের প্রাচীন পান্ডুলিপির বিরাট এক সংগ্রহশালা এটি। কোয়েটার স্থানীয় লোকজন প্রায় ত্রিশ বছরের কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতে বিশাল এই সংগ্রহ দাঁড় করিয়েছেন।

তবে মহান এই কাজের সূচনা করেছিলেন হাজি নূরুল্লাহ নামক একজন স্থানীয় দানবীর । ১৯৯২ সালে একাই তিনি প্রাচীন কুরআনের পান্ডুলিপি সংগ্রহ করতে বের হন।  কিন্তু অল্প দিনেই কাছের মানুষদের শুভদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার অন্তরঙ্গ কিছু বন্ধু তার সঙ্গে মহৎ এই কাজে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে তিনি তাদেরকে কুরআন সংগ্রহের কাজে শরিক করে নেন।

’جبل نورالقرآن‘ قدیم قرآنی نسخوں کی غار

অতঃপর তারা বন্ধুরা মিলে নূরুল কুরআন পর্বতের একটি গুহাকে নির্বাচন করেন এবং বিশ্বের নানাপ্রান্ত থেকে প্রাচীন কুরআনের কপি এনে এখানেই সংগ্রহ করতে থাকেন ।পর্বতটির এই গুহাটিকে মনে হয় যেন পুরাতন কুরআনের আঁতুড়ঘর! কুরআনের গুহা গড়ে তুলতে হাজি নূরুল্লাহর ছোট ভাইয়েরও অবদান ছিল যথেষ্ট; দূরদূরান্ত থেকে কুরআন সংগ্রহে বড় ভাইকে সমর্থন যুগিয়েছেন ছোট ভাই।

’جبل نورالقرآن‘ قدیم قرآنی نسخوں کی غار

বিরাট এই সংগ্রহশালায় থাকা কুরআনের কোন কপি যাতে নষ্ট না হয় সেদিকেও যথেষ্ট মনোযোগ আছে কর্তৃপক্ষের। নানাপ্রান্ত থেকে সংগ্রহকৃত কপিগুলো মূল্যবান কাচ-পাত্রে রেখে সেগুলো শিশা দ্বারা আটাকে রাখা হয়েছে।

এখানে কাজ করা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নূরুল কুরআন পর্বতের এই গুহায় ৪ শ’ বছর আগেরও কুরআনের একাধিক দুর্লভ কপি সংরক্ষিত আছে। রাসুল সা. এর ওপর ওহী অবতীর্ণ হওয়া জাবালে নূরের সঙ্গে সম্পর্ক রেখে পাকিস্তানের এই পর্বতের নাম দেয়া হয়েছে জাবালে নূরুল কুরআন বা নূরুল কুরআন পর্বত।

’جبل نورالقرآن‘ قدیم قرآنی نسخوں کی غار

স্থানীয়দের সূত্রে জানা যায়, কোয়েটার এই পর্বতে কুরআনের প্রাচীন নুসখা (কপি) এক নজর দেখতে প্রতিদিন ভীড় জমায় শত শত কুরআনপ্রেমী মানুষ। আর পবিত্র রমজান মাসে নূরুল কুরআন পর্বতের এই গুহায় কুরআন প্রেমীদের ঢল নামে ।- ডেইলি জং অবলম্বনে। 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ