শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা, ১৭ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার নির্বাচনে ১৭টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার বিকেলে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৭ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সভায় অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় ৬টি বিভাগের ১৩টি জেলার ১৭টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মাহামুদুল হাসান, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে আসাদুজ্জামান খন্দকার। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে শাহ্ আল শফি আনসারী। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আনোয়ার হোসেন।

খুলনা বিভাগে যশোর জেলার মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নে এরশাদ আলী সরদার। বরিশাল বিভাগে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান এবং আহাম্মদপুর ইউনিয়নে ফখরুল ইসলাম। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে এ. কে. এম. জাকির হোসেন।

ঢাকা বিভাগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নে রুহুল আমিন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মনিরুল হক মিঠু। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে নিজাম উদ্দিন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে নাসরিন সুলতানা।

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে মুজিবুল হক এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে নুর উল্লাহ। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়নে ওবায়েদুর রহমান এবং গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়নে জামাল উদ্দিন। দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে মহিউদ্দীন (মিঠু)।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ