আওয়ার ইসলাম: বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ইরাকের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।
শুক্রবার আদেল পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দিতেই বাগদাদের তাহরির স্কয়ারে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।
আলজাজিরা জানায়, প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীরা উচ্ছ্বসিত হলেও তাদের একটি অংশ এখনো দাবি বাস্তবায়ন এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানোর বিষয়ে সন্দিহান।
বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি পরিষেবা নিশ্চিতের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিল ইরাকিরা। রক্তক্ষয়ী এই বিক্ষোভে নিহত হয়েছে চার শতাধিক।
বিক্ষোভ চলাকালে সংসদ সদস্যদের বাসভবন এবং দেশটিতে ইরানের একাধিক কনস্যুলেটসহ বিভিন্ন সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অব্যাহত এই বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিনটি ছিল বৃহস্পতিবার। এদিন রাজধানী বাগদাদ এবং শিয়া অধ্যুষিত নাসিরিয়া ও নাজাফ শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অর্ধশতাধিক নিহত হন। এর পর শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল।
মাত্র এক বছরের কিছুটা বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন আদেল। ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা এবং নতুন সরকার গঠনের দাবি জানানোর পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
আরএম/