শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জমিয়তের উদ্যোগে সর্বদলীয় বৈঠক; ‍অংশ নেয়নি নওয়াজ কন্যা মরিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসলামাবাদে বহুদলীয় বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের ডাক দিয়েছিলেন জেইউআই প্রধান।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ফজলুর রহমান। আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জিও নিউজে খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, সরকার বিরোধী এই বৈঠকে পাকিস্তানের নয়টি রাজনৈতিক দলের অংশ নেওয়ার কথা থাকলেও পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি ও নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ এ বৈঠকে অংশ নেয়নি। পরে চার সদস্যের একটি প্রতিনিধি দল মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেছেন।

খবরে আরও বলা হয়েছে, সর্বদলীয় বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কনফারেন্স করেছেন পাকিস্তানের বিরোধী দলগুলো।

অন্যদের মধ্যে যারা অংশ নিয়েছেন, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইক। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি, জমিয়তে উলামায়ে পাকিস্তান ও জামিয়াত আহলে হাদিসসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ