আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় নিজ মালিকানাধীন বাড়ির থেকে কাজলী (৪৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যাক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের সঙ্গী হিজড়ারা দাবি করেছে, পূর্ব শত্রুতার জের ধরে কাজলীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই হিজড়া নেতার পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আজ রোববার সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া মহল্লার নির্মাণাধীন তিনতলা বাড়ির নিচতলার কক্ষ থেকে নিহতের আগুনে পোড়া লাশটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
থানা পুলিশ ও নিহত কাজল হিজড়ার সঙ্গীয়রা জানান, নয়াপাড়া এলাকার নিজ মালিকানাধীন বাড়িটির নিচতলার একটি কক্ষে থাকতেন কাজলী।
সকালে তার নিজ কক্ষে আগুন লাগার খবর পেয়ে কাজলের বাসায় আসানে অন্য হিজড়া সদস্যরা। এসময় তার নিজ কক্ষে আগুনে পুড়ে অবস্থায় মৃতদেহ দেখতে পান তারা। পরে পুলিশ নিহত কাজলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার অঞ্চলের হিজড়া সরদার ও নিহত কাজলীর গুরু আব্দুল হিজড়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই কাজলকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কারণ এর আগেও গত কয়েক মাস পূর্বে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারযোগে তারা কয়েকজন হিজড়া রাজধানীতে যাওয়ার সময় পথে দুর্বৃত্তরা তাদের গাড়িতে এলোপাথারি গুলি চালিয়েছিল।
এ ঘটনায় দায়েরকৃত মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর রাখতো কাজলী। এরই জেরে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
আশুলিয়া থানার ওসি শেখ রেজাউল হক দীপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত হিড়রা সরদারের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
-এটি