আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীর রেলওয়ে স্টেশনে এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রেনের লোকোমাস্টার মো. মাঈনুদ্দীন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেল ৪টার দিকে টঙ্গী স্টেশনে এসে পৌঁছায়।
এর আগেই ট্রেনটির ইঞ্জিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন কর্তৃপক্ষ ফায়ার এক্সিবিউটর দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ট্রেনটি টঙ্গী স্টেশন এলাকায় আসলে ধোঁয়ার পরিমাণ বেশি হয়।
তিনি জানান, তখন টঙ্গীর স্টেশন মাস্টার ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে ১৪ নভেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনসহ পুড়ে গেছে ৩টি বগি।
এরপর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদে মঙ্গলবার রাত ৯টার দিকে ইঞ্জিনে আগুন লাগে। এতে কোনো হতাহত হয়নি। চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে (আঞ্চলিক ট্রেন-১১৩) যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনের দিকে যাচ্ছিল।
জানা যায়, ট্রেনটি রাত ৯টার দিকে কাঞ্চননগর স্টেশনে যাত্রী নামিয়ে দোহাজারী স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি কাঞ্চননগর স্টেশন অতিক্রম করার
পরপরই হঠাৎ ইঞ্জিনে আগুন জলে উঠে। চালক বিষয়টি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
-এটি