আওয়ার ইসলাম: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ইচ্ছে মতো দামে পেঁয়াজ বিক্রি করছেন ব্যাবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।
শনিবার (১৬ নভেম্বর) সরজমিনে উপজেলা সদরের বালাগঞ্জ বাজারের কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় প্রকারভেদে ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার দেওয়ান বাজার, আজিজ পুর বাজার, বোয়ালজুড়ের কালীবাড়ি বাজার, বোয়ালজুড় বাজারসহ উপজেলার অন্যান্য বাজার প্রায় একই দামে বিক্রির খবর পাওয়া গেছে। উপজেলার কয়েকটি দোকানে ব্যাবসা প্রতিষ্ঠানে পণ্যে তালিকায় পেঁয়াজের মূল্য লেখা থাকলেও অধিকাংশ দোকানের পণ্যের তালিকায় পেঁয়াজের মূল্য লেখা পাওয়া যায়নি।
ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং বা উপজেলা প্রশাসনের সঠিক নজরদারির অভাবকে সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে ব্যবসায়ীরা সরকারের নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করছে না। নিজেদের ইচ্ছামতো দামে পেঁয়াজ বিক্রি করছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, অতিরিক্ত মূল্যে বিক্রি করার কোনো বিধান নেই। তবে সিলেটে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে আমাদের স্থানীয় বাজারে বৃদ্ধি পেয়েছে, বাজার মনিটরিং রয়েছে।
-এএ