আওয়ার ইসলাম: পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে নগরীর খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনি বিভিন্ন আড়ত ঘুরে ব্যবসায়ীদের কাগজপত্র খতিয়ে দেখেন। কাউকে জরিমানা না করলেও বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সবাইকে নির্দেশ দেয়া হয়। অধিকাংশ কমিশন এজেন্ট ও আড়তদাররা আমদানির তথ্য গোপন করেছে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার থেকে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে দাড়ায় ২'শ থেকে ২২০ টাকা।
-এএ