আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর বেশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি ছাত্রলীগের বিষয়ে আওয়ামী লীগের চার নেতাকে নানা নির্দেশনা দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
দেরিতে ঘুম থেকে ওঠা, অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি করা, ত্যাগীদের মূল্যায়ন না করাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে।
এসব অভিযোগের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে যাচ্ছে বা আগাম সম্মেলন হতে পারে বলেও গুঞ্জন চলছে।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন, ছাত্রলীগের বিষয়টি নেত্রী (শেখ হাসিনা) নিজেই দেখছেন।
তবে সব মিলিয়ে ছাত্রলীগের দুই কাণ্ডারী যে বিপদে রয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও গণভবনে প্রবেশ করতে পারেননি।
আত্মপক্ষ সমর্থন ও ক্ষমা প্রার্থনা করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ওই চিঠিটি তিনি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার মধ্যে একজনের কাছে হস্তান্তর করেছেন।
সভাপতি রিজওয়ানুল হক চৌধুরী শোভনও প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।