আওয়ার ইসলাম: কর ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ পণ্য বাজারজাত করায় রাজধানীর লালবাগ থেকে প্রায় তিন কোটি টাকা সমমূল্যের মালামালসহ আটজনকে আটক ও দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে র্যাব।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মুহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহা. রেজাউল করিমের নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- চালক সোলায়মান (৩৮), হেলপার মুহা. ইসহাক আলী (৪০), শাহনেওয়াজ ওরফে বাপ্পী (৩৪), মুজাহিদুর রহমান শিকদার (৩৪), ওমর শরীফ (৩৩), আরেক কাভার্ডভ্যান চালক মো. ইয়াছিন (২৭), হেলপার আরিফ হোসেন (২৩) ও হারুনুর রশীদ মোল্লা (৫৬)।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মুহাম্মদ আনিসুজ্জামান জানান, আটককৃতরা সরকারের কর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বডিস্প্রে, মেহেদী, তেল, আইলাইনার, সানস্কিনসহ অন্যান্য পণ্যসামগ্রী চোরাচালানের মাধ্যমে ঢাকায় এনে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
-এএ