শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

কুর্দিদের ৩০ হাজার ট্রাক অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র : এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠি ওয়াইপিজিকে ৩০ হাজার ট্রাক অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আমরা চুপ করে থাকবো না।

তুরস্কের এসকিসেহির প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির এক জনসভায় শনিবার এরদোগান এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোরাত নদীর পূর্ব দিকে নিরাপদ অঞ্চল গড়বে তুরস্ক।

একই সাথে এরদোগান বলেন, তুরস্কে আশ্রয় নেয়া সিরীয় উদ্বাস্তুদের ফেরত দিতে যদি ইউরোপীয় ই্উনিয়ন সাহায্য না করে তবে তুরস্ক ইউরোপের দিকে তার সীমান্ত খুলে দেবে।

তিনি আরো বলেন, বলেন, আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। আমেরিকার পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।

এদিকে তুর্কি সেনাপ্রধান টেলিফোনে মার্কিন সেনাপ্রধানকে জানিয়েছেন, অতিসত্ত্বর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন করে উদ্বাস্তুদের ফেরত পাঠাতে হবে।

গত কয়েক মাস ধরে উত্তর সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন করে ‍তুরস্কে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের ফেরত পাঠানোর চেষ্টা করছে তুরস্ক। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যথাযথ সহযোগিতা করছে না বলে অভিযোগ আঙ্কারা। তবে এরদোগান বলেছেন, সহযোগিতা না পেলে তুরস্ক একাই নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ