আওয়ার ইসলাম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার দুপুর পৌনে ১২টায় উপজেলার মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেনটি লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি মাইজগাঁও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিলেট রেল স্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, উদ্ধার কাজ শেষ হতে ঘণ্টা খানেক সময় লাগতে পারে।
-এএ