শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৫৭ জন, ১৯২ নয়: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১৯২ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে— ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে, ১৯২ জন নয়।

সর্বশেষ আজ বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুলের একছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সরকারি তালিকায় এগুলো অন্তর্ভুক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতলে ভর্তি হয়ে ৫৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এর মধ্যে এপ্রিলে ২ জন, জুনে ৫ জন, জুলাইয়ে ২৮ জন ও আগস্টে ২২ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে রাজধানীর মাত্র ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ক্রমেই এ সংখ্যা কমছে।

‘একই সময়ে ঢাকার বাইরে এক হাজার ৫৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আর নতুন ৩৪৫ জন ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে আরও ৪৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন’।

জানা গেছে, ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪৭, মিটফোর্ডে ৪৯, ঢাকা শিশু হাসপাতালে ১৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৮, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৩, পিলখানার বিজিবি হাসপাতালে ১, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৪৮ জন ভর্তি রয়েছেন। বেসরকারি হাসপাতালে রয়েছেন ৯২ জন।

রাজধানী ছাড়া ঢাকা বিভাগে ১১৩, খুলনায় ১৪৭, চট্টগ্রামে ৫২, বরিশালে ৭৮, রাজশাহীতে ৪৩, রংপুরে ১৩, সিলেটে ৮ এবং ময়মনসিংহে হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার ৫৬৫ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ৬৯ হাজার ৭৮৫ জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ