আওয়ার ইসলাম: অবৈধ অভিবাসীদের তাড়াতে এনআরসি প্রকাশের পর আসামকে 'সুরক্ষিত' ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এমন একটি সংবাদ আসামের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ)।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
আসামের স্থানীয় গণমাধ্যমের ওই খবরকে ভিত্তিহীন দাবি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ তথ্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক নয়।
বিবৃতিতে বলা হয়েছে, আসামে কোনো ধরনের প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) কিংবা রেসট্রিক্টেড এরিয়া পারমিট (আরএপি) ঘোষণা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেকোনো দেশের সাংবাদিক আসাম সফর করতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটবার্তায় বলেছেন, যেকোনো বিদেশি সাংবাদিক, তারা ভারতভিত্তিক কিংবা ভারতের বাইরের হলেও আসাম সফরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। অনুমতিপত্র দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে পরামর্শ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাম প্রদেশে কোনো ধরনের পিএপি কিংবা আরএপির প্রয়োজন নেই।
ওই মুখপাত্র বলেছেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল এবং অসত্য। পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি।
-এএ