আওয়ার ইসলাম: খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বুধবার সকাল ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে যান।
এর আগে আজ ফজরের নামাজের পর অসুস্থতা বোধ করলে সকালে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আসরের পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ওয়াপদা কলোনী জামে মসজিদে জানাাজ শেষে নগরীর বাগিয়া গোরস্তানে তাকে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নীপতি মাওলানা আফজল হোসাইন। জানাজায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বরিশাল পশ্চিম জেলা সভাপতি মাস্টার আবদুল মজিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক এ কে এম মাহবুব আলম, বরিশাল পূর্ব জেলা সভাপতি অধ্যাপক মুয়াজ্জেম হোসাইন, জামায়াতে ইসলামী বরিশাল মহানগর সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও সেক্রেটারী জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শহীদুল্লাহ।
খেলাফত মজলিস নেতা অধ্যাপক মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা শামসুল আলম, মাওলানা নূরুল আলম পারভেজ, মুহাম্মদ মিজানুর অধ্যাপক রুহুল আমীন কামাল, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী সভাপতি নূরুল আমীন আজাদী, জেলা সভাপতি মুহিব্বুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুসল্লীরা অংশগ্রহন করেন।
তিনি অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলাম বাকেরগঞ্জ ইসলামীয়া ফাজিল মারাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন
খেলাফত মজলিসের শোক
খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলামের ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি আল্লাাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। হঠাৎ তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে।
নেতৃদ্বয় মরহুম অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরএম/