বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

লেবাননে ২ ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ শাসিত এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। আর সেটির পাশেই আরেকটি বিস্ফোরিত হয়েছে।

রোববার ভোরে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড্ডয়নরত ড্রোনগুলো রকেট নিক্ষেপ করে ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন ধাহয়িয়েহ এলাকায় বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয়টি কাছাকাছি একটি এলাকায় মাটিতে পড়ার আগ মুহূর্তে বিস্ফোরিত হয়েছে।

হিজবুল্লাহ এর এক কর্মকর্তারা বলেন, দ্বিতীয় ড্রোনটি বৈরুতের দহিয়া উপকণ্ঠে হিজবুল্লাহর গণমাধ্যম কেন্দ্রের কাছে বিস্ফোরিত হওয়ায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

দাহিয়ার বাসিন্দারা বলেন, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি গ্রামের রাস্তা সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এ নিয়ে আর কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বিদেশি প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করেন না।

তবে ইসরায়েল প্রায়ই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গিবিমান ও ড্রোন পাঠায় এবং দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে থাকে।

সিরিয়ায় ইসরায়েলের ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিতের কথা জানায় হিজবুল্লাহ।

সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ২০০৬ তারা মাসব্যাপী যুদ্ধ করেছে দুই পক্ষ। এতে লেবাননের অন্তত একহাজার ২০০ লোক নিহত হন। যাদের অধিকাংশই বেসামরিক। আর ১৫৮ ইসরায়েলি সেনা নিহত।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ