বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

তিন কুর্দি মেয়র বরখাস্ত, তুরস্কে এরদোগান বিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে তুরস্কের তিন কুর্দি মেয়রকে বরখাস্তের ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গত শুক্রবার (২৩ আগস্ট) এই খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

খবরে জানানো হয়, গত ৩১ মার্চে নির্বাচিত দিয়ারে বাকরের মেয়র আদনান সেলজুক, মারদিনের মেয়র আহমাদ তুর্ক এবং ফান বাদিয়ার মেয়র ওজগোচি এরতানকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সাথে যুক্ত থাকার অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে।

আর তুরস্কে (পিকেকে) কে আগে থেকেই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। অভিযুক্ত এই তিন মেয়রই কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্য ।

এদিকে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কুর্দিরা গত মঙ্গলবার তুর্কি শহর দিয়ারে বাকরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে।

আনাদুলু এরদোগানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যারাই সন্ত্রাসবাদের সঙ্গে হাত মিলায়, আমরা তাদের বিপক্ষে আইনের কাঠামোর মধ্যে থেকে জনগণের দেওয়া ক্ষমতাকে শেষ পর্যন্ত ব্যবহার করবো। যারা জনগণের পরিবর্তে সন্ত্রাসীদের হাতে হাত রাখে অবশ্যই তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করবো।

ইতোমধ্যে বরখাস্ত মেয়রদের জায়গায় ভারপ্রাপ্ত তিনজনকে দায়িত্বও বণ্টন করে দিয়েছে সরকার।

প্রসঙ্গত, এদের বিরুদ্ধে তুরস্ক সরকার সন্ত্রাসবাদে মদদ দানের অভিযোগ আনলেও বরাবরই তারা তা অস্বীকার করে আসছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ