বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ইহুদীরা নয়, ২০৪০ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

অন্যান্য ধর্ম ছেড়ে ইসলামধর্ম গ্রহণ এবং মুসলমানদের ধারাবাহিক বসতি স্থাপনের কল্যাণে আগামী ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমানরা। দেশটিতে বর্তমান দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি ইহুদীদেরকে হটিয়ে মুসলমানরা এই রেকর্ড গড়বে বলে সম্প্রতি একটি মার্কিন গবেষণায় এমন ফলাফলই বেরিয়ে এসেছে।

গত (৮ আগস্ট) লেবাননের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-হাওয়া জানিয়েছে, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিইউ সাম্প্রতিক তাদের করা নতুন এক জরীপের ফলাফল ঘোষণা করেছে।

সেখানের তথ্যানুযায়ী, ২০১৭ সালের হিসাবমতে যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা ছিলো ৩৪ লক্ষ ৫০ হাজার। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ মুসলমান।

প্রতিষ্ঠানটি জানায়,অন্যান্য ধর্মাবলম্বীরা অধিকহারে ইসলামে ধর্মান্তরিত হওয়ায় আগামী ২০৪০ সালের মধ্যেই ইহুদীধর্ম টপকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম। তবে খৃষ্টধর্মপ্রধান এই দেশে ইহুদী জনসংখ্যা মোট কতো তা প্রকাশ করেনি বিইউ।

গবেষণা বলছে,২০৫০ সালে যুক্তরাষ্ট্রে মুসলমানদের আনুমানিক সংখ্যা দাঁড়াবে অন্তত ৮১ লক্ষে। বর্তমানের চেয়ে যা হবে দ্বিগুণেরও বেশি। তখন মোটজনসংখ্যার শতকরা ২.১ ভাগ থাকবে মুসলমান।

এর আগে এই প্রতিষ্ঠানটির ২০০৭ সালের জরীপানুযায়ী যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা ছিলো ২৩ লক্ষ ৫০ হাজার, ২০১১ সালে ২৭ লক্ষ ৫০ হাজার।

মার্কিন গবেষণাকেন্দ্রটি জানায়,এখানে মুসলমানদের নিশ্চিত সংখ্যার সরকারি কোন তথ্য পাওয়া যায়না। কারণ, মার্কিন আদমশুমারি ব্যুরো নাগরিকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হয়না।

এদিকে উপরোক্ত গবেষণা যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদীদের সংখ্যা না জানালেও দখলদার রাষ্ট্র ইসরায়েলের সরকারি পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশটিতে ইহুদীদের মোট জনসংখ্যা ৫৭ লক্ষ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ