আওয়ার ইসলাম: ভারত যদি হামলা চালায় তবে তার কড়া জবাব দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যবিষয়ক উপদেষ্টা ফিরদাউস আশিক আওয়ান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুতে দুই দেশের মুখোমুখি অবস্থানের মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন তিনি। কানাডার গণমাধ্যম ‘ভাইস নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ফিরদাউস আশিক বলেন, ভারত হামলা করলে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে দেশের জনগণ এক হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।
দেশের সেনা সদস্যদের প্রতি আমার আস্থা আছে। পাকিস্তানে কোন কিছু হলে ছাড় দিয়ে কথা বলবে না তারা।
তিনি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশকে শক্তভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। আশঙ্কা করছি, ভারতের মুসলিম ও কাশ্মিরের জনগণ ক্রমেই সহজলভ্য বস্তুতে পরিনত হবে। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
-এটি