বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ভারতে বহুতল ভবন ধ্বসে নিহত ২, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চারতলা বিশিষ্ট ভবন ধ্বসে অন্তত দুইজনের মৃত্যুর হবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত অবস্থায় আরও কমপক্ষে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অনেক মানুষ ভবনটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাতে রাজ্যের ভিন্ডি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

এ দিকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একজন মুখপাত্র বলেন, চারতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ সেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলে সেখানে বসবাসরত অন্তত ২২টি পরিবারকে দ্রুত বের করে আনে কর্তৃপক্ষ। তখন কিছু সংখ্যক লোক নিজেদের মালামাল বের করে আনতে আবারও সেখানে প্রবেশ করলে হঠাৎ ভবনটি ধ্বসে পড়ে।

উদ্ধারকারী দলের এ কর্মকর্তা আরও বলেছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় আমাদের কর্মীরা এখন পর্যন্ত অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। তাছাড়া আরও কমপক্ষে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে।

অপর দিকে ভিন্ডি-নিজামপুর মিউনিসিপাল করপোরেশনের কমিশনার অশোক রনখম্ব বলেছেন, ধ্বসে পড়ার আগেই আমরা সম্পূর্ণ ভবনটিকে খালি করে ফেলেছিলাম। যদিও কিছু লোক আমাদের অনুমতি ছাড়াই ফের সেখানে প্রবেশ করেন।

তিনি বলেন, ভবনটি আট বছর আগে সরকারি অনুমোদন ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল। এ বিষয়ে ভবন মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ