বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

পাকিস্তান ক্রিকেট টিমের আধ্যাত্মিক কোচ হতে চান মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও বক্তা, ফয়সালাবাদ জামিয়ার পরিচালক মাওলানা তারিক জামিল গত শুক্রবারে জুমার খুতবায় পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আশাবাদ ব্যক্ত করে মুসল্লিদের কাছে সাফল্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি খুতবায় বলেন, পাকিস্তান ক্রিকেট টিমের জন্য আধ্যাত্মিক কোচ বা ধর্মীয় শিক্ষক হতে চাই আমি। যদিও এ পদ ও পদের প্রার্থীও নেই। তাই আমি চাই সংশ্লিষ্টরা এমন একটি পদের চাহিদা অনুধাবন করে চিন্তাভাবনা করুক। আর আমারও দুই দশকেরও বেশি এ বিষয়েয অভিজ্ঞতা রয়েছে। তবে এ বিষয়টি পদ্ধতিগত সবনিয়ম-কানুন মেনে বিধি মুতাবেক হলেই সুন্দর হবে বলে আমি মনে করি।

তিনি আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। আমি এর মধ্যস্থতাও করতে চাই।

তিনি আরো বলেন, বর্তমান যারাই এ মাঠে কাজ করছেন, তারাই ডলার আর অর্থের পিছনে ছুটছেন। আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা করি। আমি মধ্যস্থতাকারী হতে চাই এজন্য যে, কেবল আর্থিক দিকই নয়। আমি মনে করি যদি আমি পুরো সময়ের ক্রিকেটারদের সাথে সরাসরি যোগাযোগ করি তবে এটি সেরা একটি দাওয়াতও হবে। আজ গোটা বিশ্ব ক্রিকেটের পাগল। আমি তাদেরকে যারা আইডল মানে তাদের মাধ্যমে দাওয়াতও পৌছাতে পারবো।

এছাড়া বর্তমানে মধ্যস্থতাকারীরা প্রায়শই তাদের নিজস্ব স্বার্থের জন্য ভুল ব্যাখ্যা, মিথ্যা কথা বলে থাকে।

মাওলানা তারেক জামিল আরও বলেন, আমি আত্মবিশ্বাসী হয় প্রধান কোচের পদ পাবো, যা তিনি তার অন্যান্য পেশাদার দায়িত্বের পাশাপাশি পরিচালনা করবেন, বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তার জন্য একটি নতুন অবস্থান তৈরি করবে।

তিনি আরো বলেন, ‘আমি খেলাধুলার ইতিহাসের প্রথম আধ্যাত্মিক কোচ হতে চাই’

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে যোগ্যতা হিসেবে ন্যূনতম লেভেল ২-এর কথা বলা হয়েছে। এর সঙ্গে শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তিন বছর কাটানোর অভিজ্ঞতা। সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট, পাকিস্তান টুডে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ