আওয়ার ইসলাম: জাহালম কাণ্ডে দায় স্বীকার করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে
বাংলাদেশ সোনালী ব্যাংক। পাশাপাশি ঘটনায় জড়িত ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তারা।
দুদকের আইনজীবী খুরশীদ আলম সোনালী ব্যাংকের কর্মকর্তা মাইনুল হককে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রায় সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের ৩৩টি মামলায় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন জাহালম।
পরে বিষয়টি গণমাধ্যমে এলে হাইকোর্টের নজরে আসে। পরে শুনানি শেষে অর্থ জালিয়াতির অভিযোগে দুদকের করা সব মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়ে তাকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। অর্থ আত্মসাতের মূলহোতা আবু সালেকের সাথে চেহারায় মিল থাকার জন্য গ্রেপ্তার করা হয় জাহালমকে।
-এটি