বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

কাশ্মীর সফরে বাধা, যা বললেন রাহুল গান্ধী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা ছিল ৮ বিরোধী দলের ১১ নেতার কিন্তু শ্রীনগর বিমানবন্দরে তাদের আটকে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিরোধীপক্ষ ।

নয়াদিল্লিতে ফিরে রাহুল গান্ধি জানিয়েছেন কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক সেখানকার পরিস্থিতি চাক্ষুষ দেখার জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়েছে । দুর্ব্যবহার করা হয়েছে উপস্থিত সাংবাদিক ও ফোটোজার্নালিস্টদেরও ।

কেন্দ্র শুরু থেকেই দাবি করছে ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট যে কাশ্মীরের পরিস্থিতি কোনওভাবেই স্বাভাবিক নয়, জানিয়েছেন রাহুল ।

কংগ্রেসের তরফ থেকে প্রকাশিত এই ভিডিওতে দেখা গিয়েছে বিমানবন্দরে আটকে দেওয়ার পর সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথোপকথন করছেন রাহুল । 'কেন্দ্র দাবি করছে সবকিছু স্বাভাবিক রয়েছে কিন্তু যদি সব স্বাভাবিক থাকে তাহলে আমাদের আটকানো হচ্ছে কেন?' সরাসরি প্রশ্ন করেছেন রাহুল ।

তিনি জানিয়েছেন যদি সেখানে ১৪৪ ধারা জারি থাকে তাহলে একা যেতেও প্রস্তুত তিনি ।

এদিকে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কাশ্মীর পরিস্থিতি দেখার জন্য সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক। অথচ স্থানীয় প্রশাসনের বাঁধায় আজ শনিবার রাহুলের নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দলকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এরপর কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না। তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ