আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, কাশ্মীর প্রসঙ্গে সরকারের বক্তব্যে জনমত প্রতিফলিত হয়নি।
বাংলাদেশের ষোল কোটি মুসলমান কাশ্মীরের নির্যাতিত জনগণের পক্ষে রয়েছে। সরকার এটাকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বরং মানবিকতা, নির্যাতিতের পক্ষে দাঁড়ানোর সাংবিধানিক দায়বদ্ধতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনা থেকে কাশ্মীরীদের পাশে দাঁড়াতে হবে। ভারতের আধিপত্যবাদী মানসিকতার কারণে কাশ্মীর বিশ্বের সবচেয়ে বড় উম্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এবং জেনোসাইডের বিচারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারায় সরকারের কুটনৈতিক ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে শীঘ্রই প্রত্যাবাসন শুরু করতে সরকারেকে আন্তরিক, কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সভায় মহানগর সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-এটি