বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

কাশ্মীরের পথে রাহুল গান্ধীসহ বিরোধী দলীয় নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গেই যাচ্ছেন সীতারাম ইয়েচুরি, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, দীনেশ ত্রিবেদী-সহ আরও ১১ জন বিরোধী নেতা।

দিল্লি থেকে ১১ টা ৫০ মিনিটের ভিস্তারার বিমানে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন বিরোধী নেতারা। জম্মু-কাশ্মীর সরকার অবশ্য রাহুল গান্ধীদের না আসার পরামর্শ জানিয়ে বিবৃতি জারি করেছে।

যদিও কংগ্রেস নেতাদের দাবি, 'জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধীকে। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি যাচ্ছেন।' প্রসঙ্গত, কাশ্মীরে কারফিউ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রাহুল গান্ধী। এক সাক্ষাৎকারে যার বিরোধিতা করে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন, 'আমি বিমান পাঠাচ্ছি, উনি এসে প্রকৃত সত্য দেখে যেতে পারেন।'

আজ রাহুলের সঙ্গে রয়েছেন সিপিআই-এমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝা, এনসিপির দিনেশ ত্রিবেদীসহ অনেকে।

এদিকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকে উপত্যকা এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ রাজনৈতিক নেতাদের সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। স্বাভাবিক পরিস্থিতি ফেরানোয় বিঘ্ন ঘটতে পারে এই আশঙ্কায় কাশ্মীরে যেতে দেওয়া হচ্ছে না।

৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা স্থগিত হয়। আটক করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ রাজনৈতিক দলের ৪০০ নেতাকে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ