বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি, সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ সন্ত্রাসী শান্তিময় চাকমা নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধর করা হয়েছে।

জানা যায়, সকাল ১০টার দিকে সেনাবাহিনীর নিয়মিত একটি টহল দল বাঘাইহাট থেকে গঙ্গারামের দিকে আসছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা স্বশস্ত্র সন্ত্রাসীদের একটি দল সেনাবাহিনীর গাড়ির উপর অতর্কিত হামলা করে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে হাতে পিস্তল ধরা অবস্থায় শান্তিময় (৪০) ওরফে সুমন চাকমা ওরফে লাকির বাপের লাশ খুঁজে পায়। এ সময় তার কাছ থেকে আরো একটি পিস্তল পাওয়া যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সেনাবাহিনীর একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. ঈস্রারাফিল জানান, আজ সকাল ১০টার দিকে গঙ্গারামে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের গাড়িতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে এসময় সেনাবহিনীও প্রতি উত্তর দিতে পাল্টা গুলি শুরু করলে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে সুমন চাকমা নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

নিহত শান্তিময় চাকমা সাজেক ইউনিয়নের ডানবামে ছড়া এলাকার বীরু চাকমার ছেলে। সে ইউপিডিএফ এর স্বশস্ত্র শীর্ষ সন্ত্রাসী বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এছাড়া সে নানিয়ার চর সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার অন্যতম আসামী বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার চার দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর উপর এই হামলার ঘটনা ঘটলো।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ