বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা

মৌলভীবাজারে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক দুটি অভিযানে এক নারীসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে এক হাজার ৯০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে শ্রীমঙ্গলে অভিযানকালে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বেলতলী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মুহা. মইনউদ্দিন (৩২), একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০) এবং কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের খলিল মিয়ার ছেলে তইয়বুর রহমান (২৮) ও ইউছুফ মিয়ার ছেলে নছিব আলী (২২)।

কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম জানান, বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তইয়বুর রহমান ও নছিব আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে একইদিন সন্ধ্যায় র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মুুহা. মনিরুজ্জামান স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিপিসি-৩ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বেলতলী গ্রামের সাজিদ মিয়ার বসতঘর থেকে ১ হাজার ৫০টি ইয়াবাসহ মুহা. মইনউদ্দিন ও সুরমা বেগমকে আটক করা হয়েছে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাজিদ মিয়া (৪৭) ও শামীম মিয়া (২৮) নামে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুস ছালেক জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ