আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে তাকে দিল্লীর নিজ বাসা থেকে গ্রেফতার করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সিবিআই ও পুলিশের প্রায় ৩০ জনের একটি দল নয়াদিল্লীতে পি চিদাম্বরমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার সিবিআই ও আইন প্রয়োগকারী সংস্থা সাবেক এই মন্ত্রীর বাড়ির সামনে তাকে আত্মসমর্পণের নোটিশ দেয়।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দাবি করে গ্রেফতারের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিদাম্বরম বলেন, আমি কোনো অপরাধে অভিযুক্ত নই। এফআইআরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজ বাসভবনের যাওয়ার পর সেখানে পৌঁছান সিবিআই কর্মকর্তারা। বাসভবনে কয়েক ঘণ্টাব্যাপী নানা নাটকীয়তার পর চিদাম্বরমকে গ্রেফতার করা হয়।
-এএ