আওয়ার ইসলাম: আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো রেজোলুট সাপোর্ট (আরএস) মিশন।
গত বুধবার কোথায়, কিভাবে এবং কি করণে এ দুই সেনা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি অনুসারে কোন সেনা সদস্য সামরিক অভিযানে নিহত হলে তাদের নিকটাত্মীয়দের সেই খবর দেওয়ার ২৪ ঘণ্টা পর্যন্ত নিহত সেনার নাম পরিচয় অন্যদের কাছে প্রকাশ করা হয় না।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে সামরিক অভিযানে এ নিয়ে মোট ১০ জন মার্কিন সেনা নিহত হলেন। গত বছর আগস্ট মাস পর্যন্ত এ সংখ্যা ছিল ১২ জন।
পেন্টাগন জানায়, সর্বশেষ গত ২৫ জুন আফগানিস্তানের উরুগজান প্রদেশে অভিযান পরিচালনার করার সময় মাস্টার সার্জেন্ট বি রাইলি এবং সার্জেন্ট জি জনস্টন হালকা অস্ত্রের গুলিতে নিহত হন।
২০০১ সালে তালেবান সরকার উৎখাত করার লক্ষ্যে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এ অভিযানে কমপক্ষে দুই হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজার ৪০০ সেনা।
-এটি