বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

সম্পর্ক উন্নয়নে তুরস্কে দূতাবাস খুলছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাস চালু করবে এল সালভাদোর। মধ্য আমেরিকাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এল সালভাদোর। জনসংখ্যার বিচারে মধ আমেরিকার দেশগুলির মধ্যে গুয়াতেমালার পরেই এর অবস্থান। দুই আমেরিকার মহাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে এটি দ্বিতীয়।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারার পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই কথা ব্যক্ত করেন এল সালভাদোরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল। এর আগে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত চাউশুগ্লুর সঙ্গেও সাক্ষাত করেন এবং আঙ্কারায় তার দেশের দূতাবাস চালু করার আগ্রহের কথা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে জানান। আর এই কাজটি খুব শিগগির-ই করার আশাবাদ ব্যক্ত করেন আলেকজান্দ্রা হিল।

তিনি সাংবাদিকদেরকেও এও বলেন,শুধুমাত্র অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্র ও সেক্টরে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার দেশের যথেষ্ট আগ্রহ রয়েছে।

'তুরস্কে এসে নিজেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং তুর্কিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশ্বাস এখানে এসে আমি অনেক বিষয় শিখতে পারবো এবং অর্জন করতে সক্ষম হবো। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে তুরস্কেই আমার প্রথম বিদেশ সফর। আঙ্কারার সঙ্গে আমার দেশের সম্পর্ক উন্নয়ের এই মুহূর্তটি ইতিহাস হয়ে বেঁচে থাকবে'বলছিলেন আলেকজান্দ্রা হিল।

এল সালভাদোরের নতুন এই পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন,তুরস্কও খুব শিগগির আমাদের দেশে তাদের দূতাবাস চালু করবে আর এমন একটি পদক্ষেপ দুই পক্ষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে অসামান্য অবদান রাখবে।

সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ