আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি)। জঙ্গলে আগুন নেভানোসহ যেকোনো বিপর্যয়ে এই বিমানটি ব্যবহার করা হবে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
চীনা গণমাধ্যম শিনহুয়ার বরাতে জানা যায়, চীন গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরী এজি-৬০০ নামের এই বিমানটিকে প্রকাশ্যে আনা হয়।
এজি-৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭’এর সমান এবং এটি সর্বোচ্চ ঘণ্টায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে একভাবে।
জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০-ই সবচেয়ে বড়। এটিকে বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে।
-এটি