আওয়ার ইসলাম: নারায়ণঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত উইজডম অ্যাটায়ার্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে লাগা ওই আগুনে কারখানাটির বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে কারখানাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
উইজডম অ্যাটায়ার্স পোশাক কারখানাটি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা যায়, উইজডম অ্যাটায়ার্স নামে পোশাক কারখানাটির নিটিং সেকশনের একটি মেশিনে স্পার্ক থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও মাত্র একটি ইউনিটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে শেষ পর্যন্ত আমাদের একটি ইউনিট যোগ দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আগুনে পোশাক কারখানাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
-এএ