বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

তুরস্ক ইদলিবে সন্ত্রাসীদের সহযোগিতা করছে: আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের পক্ষ থেকে একটি সামরিক বহর পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানে কোণঠাসা হয়ে পড়া সন্ত্রাসীদেরকে আঙ্কারা যে সহযোগিতা দিচ্ছে এ ঘটনায় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

তিনি দামেস্ক সফররত রাশিয়ার ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ দলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। আসাদ বলেন, ইদলিবের সর্বসাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে তুরস্ক সীমাহীন পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের প্রতি পশ্চিমা ও আঞ্চলিক দেশগুলোর সমর্থন সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনী জঙ্গি নির্মূলে একের পর এক সাফল্য অর্জন করছে। সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত এই সেনা অভিযান চলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ইদলিবমুখী তুরস্কের একটি সামরিক বাহিনীর গাড়ি বহরে বিমান হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভৌসুলু। এ ঘটনা মস্কোর সঙ্গে তুরস্কের সম্পাদিত চুক্তির লঙ্ঘন বলেও অভিযোগ করেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, আমাদের সামরিক বহরের কাছে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তারা আমাদের বাহিনীকে হয়রানি করেছে। সিরিয়াকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করছি।

তবে সিরিয়ায় সামরিক বহর পাঠানোয় তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেন, বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে কোণঠাসা হয়ে পড়া সন্ত্রাসী গোষ্ঠীকে 'উদার হস্তে' সহযোগিতা দিয়ে আসছে তুরস্ক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ