আওয়ার ইসলাম: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা ছেড়ে গেছেন।
বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এর আগে, রাষ্ট্রীয় এ সফরে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে জ্বালানি, যোগাযোগ ও পানি বণ্টনসহ দ্বিপাক্ষিক নানা বিষয় উঠে আসে।
জয়শঙ্কর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। সোমবার রাতে তিনি বাংলাদেশে এসেছিলেন।
গত ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটাই জয় শঙ্করের প্রথম বাংলাদেশ সফর।
-এএ