আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডে আরেকটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে ভেঙে পড়ে বিমানটি। উত্তরাখন্ডের বন্যাদুর্গতাদের জন্য ত্রাণ বহন করছিল বিমানটি। ভারতীয় গণমাধ্যম বলছে, ওই বিমানে তিনজন কর্মকর্তা ছিলেন।
উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। উত্তরাখণ্ডের ত্রাণ সরবরাহের প্রধান সমন্বয়কারী জানান, রেববার থেকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবণতি হয়েছে।
রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচুনু জেলার পরিস্থিতি বেশি খারাপ। গতকাল মঙ্গলবার সানেল জেলা থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
-এটি