আওয়ার ইসলাম: উপজেলার সব সেলুন মালিককে নিয়ে বৈঠকে বসে ছাত্র, তরুণ ও যুবকদের স্টাইলিশ চুল-দাড়ি না কাটতে অনুরোধ জানিয়েছেন রাজশাহীর বাঘার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
গতকাল সোমবার বিকালে উপজেলার ইউএনও সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্র ও উঠতি বয়সের যুবকদের মডেলদের স্টাইলে চুল কাটাসহ দাড়ি ও গোঁফ রঙ না করার বিষয়ে সেলুন মালিকদের সতর্ক করা হয়। এছাড়া হেয়ার স্টাইলের কোনো ক্যাটালগ দোকানে না রাখার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, উপজেলা সেলুন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এ সব কথা অবজ্ঞা করে 'বখাটে স্টাইলে' চুল-দাঁড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
থানার ওসি নজরুল ইসলাম বলেন, মডেলদের অনুকরণে চুল, দাড়ি ও গোঁফ কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা ও শিক্ষকরা মৌখিকভাবে অভিযোগ করেন। যে সব ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র।
তিনি বলেন, এই ছেলেরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘোরাফেরা করে। এতে তারা সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের দেখতেও অনেকটা বেমানান লাগে। ওই ছাত্র, যুবকরা ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
বখাটে' স্টাইলে মডেলিং করে চুল কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'বখাটে স্টাইলে' চুল কাটার পোস্টারও সেলুন থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে।
বৈঠকের পর উপজেলা সেলুন (শীল সমিতি) সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বলেন, প্রশাসনের নির্দেশনায় আমরা স্টাইল করে চুল, দাড়ি ও গোঁফ কাটা বন্ধ করে দিয়েছি। কেউ স্বাভাবিকভাবে চুল কাটাতে রাজি না হলে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
-এটি