বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে ডা. শাহজাহান (৪২) ও একই ওয়ার্ডের কাজীপাড়া এলাকার জনাব জহির আহম্মদের ছেলে রফিকুল ইসলাম (২৮)। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই। নিহত রফিকুল ইসলাম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সোমবার রাতে রফিকুলের ঢাকায় যাওয়ার কথা ছিলো। সেজন্য দুলাভাই শাহজাহানের মোটরসাইকেলে করে চট্রগ্রাম বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা দেন রফিকুল। তারা আমজুরহাট এলাকায় পৌছাঁলে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাহজাহান ও রফিকুল নিহত হন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশি তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত হওয়া দুই মোটরসাইকেল আরোহীকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ