বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

কন্যা জন্ম দেয়ায় স্ত্রীকে তিন তালাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কন্যা সন্তান জন্ম দেয়ায় ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে স্ত্রীকে তিন তালাক দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গত রোববার অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ জাদাউন জানিয়েছেন, মাসুরি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

বিয়ের পর থেকেই স্ত্রীকে হেনস্থা করতো অভিযুক্ত ওই ব্যক্তি। এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী। এরপরই তালাক দিয়েছে স্ত্রীকে।অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় এক কৃষক। গত বছর হাপুরে তার বিয়ে হয়। সম্প্রতি গাজিয়াবাদে গিয়ে থাকা শুরু করে ওই দম্পতি। শ্বশুরবাড়ির লোকজন ওই নারীর থেকে যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করেছিল।

জানা যায়, ওই নারীর অভিযোগ, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলা হয়। শ্বশুরবাড়ির লোকেরা বলে, গাড়ি আনতে পারলে তবেই তিনি শ্বশুরবাড়ি যেতে পারবেন। দুটি পরিবারকে ডেকে সমঝোতার চেষ্টা করা হলেও তাতে সমাধান হয়নি।

গত শনিবার মেয়েটিকে তিন তালাক দেয় তার স্বামী। সে ও তার পরিবার মেয়েটিকে মারধরও করত বলে অভিযোগ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ