আওয়ার ইসলাম: মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
গনমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ঢাকায় বারবার অগ্নিকান্ডের ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়ে পরেছে। মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় পাঁচ- ছয় শত ঘড় ভস্মিভূত হয়ে অন্তত তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
এসব পরিবারের সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে জরুরী ত্রাণ সরবরাহ, যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সবাইকে এসব ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবী করেন।
-এএ