বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


এবারের হজে ৮১ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে হজে গিয়ে এবার ৪২ দিনে বার্ধক্যসহ নানা কারণে ১০ নারীসহ ৮১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ মিশন বাংলাদেশ। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৭২ জন, মদিনায় ৮ জন এবং জেদ্দায় একজন।

মারা যাওয়া বেশিরভাগ হাজির বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি ছেড়ে আসা হজের প্রথম ফ্লাইটটি দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইটের কার্যক্রম।

চলতি বছরের হজ ফ্লাইট গত ৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। হজ অফিসের তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ