আওয়ার ইসলাম: আফগানিস্তানের উরুযান প্রদেশে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন ও পূর্ব গাজা প্রদেশে পরিচালিত বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে।
আজ শনিবার (১৭ আগস্ট) দেশটির সামরিক বাহিনী ও প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চারচিনো জেলার হোসি অঞ্চলে শুক্রবার (১৬ আগস্ট) রাতে ন্যাটো কর্তৃক পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন তালিবান নিহত হয়। এ হামলায় ব্যাপক পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে দাহ ইয়াক জেলার হাদ্দা অঞ্চলে ন্যাটো কর্তৃক পরিচালিত বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় আরও চার জন আহত হয়েছে।
তবে ন্যাটো কর্তৃক পরিচালিত ভিন্ন ভিন্ন অভিযানে তালিবান নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো বিবৃতি দেয়নি তালিবান।
-এটি