আওয়ার ইসলাম: আন নাহদা পার্টিকে সরাসরি নির্বাচনে না জড়িয়ে, বরং সৎ,উদার ও জাতীয়তাবাদে বিশ্বাসী কোন ব্যক্তিকে সমর্থন করার আহবান জানিয়েছেন হামাস নেতা আহমাদ ইউসুফ।
আজ শনিবার (১৭ আগস্ট) আল ওতান ভয়েসে প্রকাশিত খবরে জানানো হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তিউনিসিয়ার আন নাহদা পার্টিকে উপদেশ দিতে গিয়ে এক ফেসবুক পোস্টে আহমাদ ইউসুফ এই কথা বলেন।
মুসলিম ব্রাদারহুডের আদর্শবাদী এই পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ না করারও পরামর্শ দিয়েছেন এই হামাস নেতা।
তিনি আন নাহদা পার্টিকে সরাসরি নির্বাচনে না জড়িয়ে, বরং সৎ,উদার ও জাতীয়তাবাদে বিশ্বাসী কোন ব্যক্তিকে সমর্থন করার আহবান জানিয়েছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী আল মুনসিফ আল মারজুকী সমর্থনের যোগ্য বলে মনে করেন আহমাদ ইউসুফ।
আন নাহদা পার্টির সমর্থিত প্রার্থী শায়েখ আব্দুল ফাত্তাহ মুরো সম্পর্কে হামাস নেতা বলেন,তিনি একজন ধার্মিক এবং উদার মানুষ, সম্মানিত এবং নির্ভরযোগ্য ব্যক্তি কিন্তু আমাদের চতুর্পাশের পৃথিবী দাড়ি-পাগড়ীওয়ালাদের শাসনের জন্য প্রস্তুত নয়।
উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুডের আদর্শগামী তিউনিসিয়ার আন নাহদা পার্টির ডেপুটি নেতা রাশিদ আল গানুনশী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শায়েখ আব্দুল ফাত্তাহ মুরোর নাম ঘোষণা করার প্রেক্ষিতে আহমাদ ইউসুফ এই মন্তব্য করলেন।
-এটি