আওয়ার ইসলাম: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নৌকা ডুবে যাওয়ায় তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। সারয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের মানিক দাইড় গ্রামের আব্দুল মজিদের মেয়ে কাজলী বেগম (২৫) ও সোনাতলা উপজেলার উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর নয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (২০)।
বৃহস্পতিবার মথুরাপাড়া থেকে কাজলীর মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজরা হলেন, জামালপুরের মাদারগঞ্জের চর পাকের দহ গ্রামের জাহিদুল, তার ছেলে জুনায়েদ, কয়রাকান্দি গ্রামের জহর আলী, তার মেয়ে সুরমা।
কাজলী বেগম গেল মঙ্গলবার সারিয়াকান্দি এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার লাশ কর্নীবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজার এলাকায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়। ঝড়ের কবলে পড়ে ওই নৌকাডুবিতে দুইজনের মৃত্যু হয় এবং কাজরী বেগমসহ ৫ জন নিখোঁজ ছিলেন।
এখনও চারজন নিঁখোজ আছেন। আর সেলিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে বিল থেকে। বিলে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে ডুবে মারা যান তিনি।
সারিয়াকান্দি থানার ওসি সুব্রত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি সদর ইউপির চরবটিয়ার কাছে তলা ফেটে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি।
এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। বৃহস্পতবিার কাজলী বেগম মঙ্গলবার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৫ জনের।
-এটি