আওয়ার ইসলাম: আমাদের মধ্য থেকে চলে গেছে ঈদ। তবে রয়ে গেছে ঈদের আনন্দ। হয়তো অনেকেই ভুলতে চলেছি আমাদের প্রকৃত কাজ এবং কর্মের কথা। কাতারস্থ আলুনূর কালচার সেন্টার প্রবাসীদের সেই কাজগুলো কে স্মরণ করিয়ে দেয়ার জন্য আয়োজন করে ঈদ পরবর্তী সভা।
এবারের আয়োজনটি ছিল মা-বোনদেরকে নিয়ে। আদর্শ সমাজ বিনির্মাণে মা ও বোনদের কে সর্বাগ্রে ভূমিকা রাখতে তারা এ আয়োজন করেন। ঈদের আনন্দে আমরা যেন আল্লাহ কে না ভুলে যাই সে কথাটি স্মরণ করিয়ে দেয়াই মূল উদ্দেশ্য।
দীর্ঘ আলোচনায় আলোচকগণ যে কথা গুলোর উপর গুরুত্ব দিয়েছেন- প্রভুপ্রেম ও আত্মত্যাগের মহিমায় ভাস্বর কুরবানীর সুমহান আদর্শ বাস্তবায়নে নারীর অনবদ্য ভূমিকা রয়েছে। কুরবানীর ইতিহাসে মহীয়সী নারী হজরত হাজেরা আ.-এর নাম দেদিপ্যমান। মাতৃমমতার গলায় ছুরি চালিয়ে তিনি কলিজার টুকরা ইসমাইলকে তার পিতার হাতে তুলে দিয়েছিলেন কুরবানীর জন্য।
মুসলিম মায়েরা হজরত হাজেরার চিন্তা চেতনায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হলে ভোগবাদী পৃথিবীর চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।
গত ১৩ আগস্ট দোহাজাদিদ এলাকায় অনুষ্ঠিত এ ঈদ সমাবেশে মুখ্য আলোচক ছিলেন আলনূর মহিলা শাখার দায়িত্বশীল আলেমা মাহমুদা নূরুল আমিন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা নাফিসা আহসান , নির্বাহী সদস্য হেনা পারভীন ও সুমাইয়া আবদুল মালেক।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লুৎফুন্নাহার ইউসুফ। পরে দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
-এটি