আওয়ার ইসলাম: জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে চরম উত্তেজনা। বানিজ্যিক ও কুটনৈতিক যুদ্ধের পর এবার সেই উত্তাপ গড়াল সীমান্তে।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আজ পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ( এলওসি) ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন পাক সেনা সদস্য নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি বাহিনীর ছোঁড়া গোলায় পাঁচজন ভারতীয় সৈনিকের নিহত হওয়ারও খবর এসেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের বর্তমান সঙ্কট পরিস্থিতি থেকে দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় সেনাবাহিনী এলওসি-তে গুলি চালিয়েছে। ভারতীয় সেনার গুলিতে তিনজন পাক সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মধ্যে রয়েছেন নায়েক তানভীর, ল্যান্স নায়েক তিমুর ও সিফি রমজান।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের মতে, ভারতীয় সেনাদের হামলার প্রতিবাদে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বাঙ্কার ধ্বংস করেছে এবং এসময় পাঁচজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখায় বিরতি দিয়ে দিয়ে এখনো গোলাগুলি চলছে।
আরএম/