বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভোজের আয়োজন 'কাটা ঘায়ে নুনের ছিটা' : আলিগড়ের কাশ্মিরী ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ৩৭০ ধারা বাতিল ও কাশ্মিরী বাড়ি ফিরতে না দেওয়ার প্রতিবাদে সরব হলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) কাশ্মিরী ছাত্ররা। প্রতিবাদ হিসেবে কুরবানি ঈদের দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ভোজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক যৌথ বিবৃতিতে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাশ্মিরী ছাত্ররা বলেছেন, কুরবানি ঈদের দিন তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভোজের আয়োজন আসলে 'কাটা ঘায়ে নুনের ছিটা'!

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং দেশের অন্যন্য অংশের সঙ্গে উপত্যকার যোগযোগ বিচ্ছিন্ন করে রাখার কেন্দ্রীয় পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার ঈদ-উল-আযহা পালিত হবে। উদ্ভুত পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এবারের কোরবানি ঈদে আর ঘরে ফেরা হচ্ছে না জম্মু-কাশ্মীরের ছাত্রদের। যে কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেখানকার ছাত্রদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছে এএমইউ কর্তৃপক্ষ।

একইভাবে ভারতের অন্যান্য রাজ্যে বসবাসরত বাসিন্দাদের কুরবানি ঈদ পালনের জন্য অর্থ বরাদ্দ করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ